স্টাফ রিপোর্ট- ১০ জুন ২০১৭, দৈনিক রাঙামাটি (প্রেস বিজ্ঞপ্তি): বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আজ ১০ জুন, ২০১৭ শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মহিলা পরিষদের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘‘জেন্ডার বাজেট প্রণয়ন: পরিবীক্ষণ ও মূল্যায়ন ” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, দৈনিক প্রথম আলোর অ্যাসোসিয়েট সম্পাদক আব্দুল কাইয়ুম, ডিবিসি চ্যানেলের নিউজ এডিটর প্রণব সাহা, বিআইডিএস এর সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং ডেইলী ফিনানসিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি এফ এইচ এম হুমায়ন কবীর। সভায় মূল প্রবন্ধ পাঠ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অন্যতম সহসভাপতি রেখা চৌধুরী। সভা পরিচালনা করেন সংগঠনের লবি অ্যডভোকেসি ডিরেক্টর জনা গোস্বামী।
বরাদ্দকৃত জেন্ডার বাজেটের বাস্তবায়ন কতটুকু হচ্ছে তা বোঝার জন্যই এই সভার আয়োজন করা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফৗজিয়া মোসলেম, লহ্মি চক্রবর্তী, হান্নানা বেগম যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেমসহ সংগঠনের অন্যান্য সম্পাদক নেত্রী ও সংগঠকবৃন্দ।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান