বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কাউখালী কমিটি

367

॥ স্টাফ রিপোর্টার ॥
মোঃ মাঈন উদ্দীন কে আহ্বায়ক মোঃ ইসহাক মিয়া কে সদস্য সচিব করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কাউখালী উপজেলার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে রাঙামাটি জেলা কমিটি। বুধবার (৩ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে জেলার আহ্বায়ক মো. রাসেল তালুকদার ও সদস্য সচিব শাহ আলম বাদশা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে তারা উল্লেখ করেছে, মোঃ মাঈন উদ্দীন কে আহব্বায়ক মোঃ ইসহাক মিয়া কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি নির্বাচন করা হয়। এই পত্র জারীর ৩ মাসের মধ্যে গেজেট ও ভাতা প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে সকল ইউনিয়ন কমিটি গঠন করে পূনাঙ্গ কমিটি অনুমোদনের জন্য সংগঠনের প্যাডে রাঙামাটি জেলা ও চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাথে সমন্বয় করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারম্যান/মহাসচিব বরাবর আবেদন করার নির্দেশ প্রধান করা হলো। গঠনতন্ত্র ও রাষ্ট্রবিরোধী কোন কাজে জড়িত থাকলে কমিটি বাতিল বলে গন্য করা হবে।

কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, আহ্বায়ক মো মাঈন উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক মো. আবু তাহের মিয়া, ফারুক আহমেদ ভূইঁয়া, মাসুদ রানা। সদস্য সচিব মো. ইসহাক মিয়া, সদস্য বাবু পালিত বাসু, নিকাশ দাশ, মনিরুল ইসলাম বাবলু, রোকসানা আক্তার, সামশুল আলম, সাহেদা আক্তার।