বাঘাইছড়ি উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

99

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

দীর্ঘ একযুগ পরে বাঘাইছড়িতে উপজেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য প্রিয়নন্দ চাকমা।

উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি রুমানা আক্তারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গেষ্ট অব অনার ছিলেন- এম এস ইঞ্জিনিয়ার্স ও ২৭ বিজিবি মারিশ্যা জোনের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ জাকির হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- ১৩ আনসার ব্যাটালিয়নের পরিচালন মোঃ আসাদূজ্জামান গণি, বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জমির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ মোঃ ইশতিয়াক আহমেদ, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি দীলিপ কুমার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২৬ টি দলের সমন্বয়ে আয়োজিত টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় বটতলী স্পোটিং ক্লাব ও মুসলিম ব্লক জাগড়ণী ক্লাব। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে না পাড়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। ট্রাইব্রেকারে মুসলিম ব্লক জাগড়ণী ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে বিজয়ী হয় বটতলী স্পোটিং ক্লাব।

এদিকে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ১লক্ষ, রানার্সআপ দলকে ৫০হাজার, সেরা খেলোয়ার ও গোলদাতাকে ৫হাজার টাকা করে পুরস্কার প্রদানের পাশাপাশি পৌরসভা থেকে ফাইনালে উত্তীর্ণ দলকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছেন পৌর মেয়র মোঃ জমির হোসেন।