বাঘাইছড়িতে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রদল

633
॥ ইকবাল হোসেন ॥
বাঘাইছড়ি উপজেলা পৌরসভা ০৯নং ওয়ার্ডের উগলছড়ি গ্রামের বাসিন্দা মোঃ আহম্মদ আলী একজন অসহায় গরীব মানুষ। জমির ধান পেকে আছে টাকার অভাবে কাটতে পরছিলো না। এমন অবস্থায় সে জানতে পারে ছাত্রদল নাকি বিনামূল্য মানুষের ধান কেটে দিচ্ছে। এই খবরটা শুনে সে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুর উদ্দিন রাজু সাথে যোগাযোগ করে। এরপর নুর উদ্দিন রাজু  ৯নং ওয়ার্ড ছাত্রদলের জিন্নাত তালুকদারের সাথে যোগাযোগ করে অসহায় কৃষকের ধান কেটে দেয়ার নির্দেশ দেয়।
এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বাঘাইছড়ি পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক  জিন্নাত তালুকদারের নেতৃত্বে ৯নং ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা অসহায় কৃষক মোঃআহম্মদ আলীর ১হানি জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়।
ধান কাটায় অংশ নিয়েছে- ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. জালালসহ ওয়ার্ড ছাত্রদলের মোঃআব্দুল আজিজ, মোঃওসমান, জয়নাল (জনু), আব্দুল হালিম, মোঃবাদশা, নুর হোসেন, নুর মোহাম্মদ, মানিক, তৌহিদুল ইসলাম, জাবেদ, ইসমাইল হোসেন রানা প্রমুখ।
এবিষয়ে বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানায়, করোনা দূর্যোগ মোকাবেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই করোনা দূর্যোগ মোকাবেলায় আমাদেরকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। তাই আমরা অসহায় কৃষকের ধান করে ঘরে তুলে দিয়েছি। এরকম কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা তাকে অবশ্যই সহযোগীতা করবো।