বাঘাইছড়িতে পার্বত্য নাগরিক পরিষদের সদস্য সংগ্রহ অভিযান

386

॥ রাঙামাটি প্রতিনিধি ॥
বাঘাইছড়িতে সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। রোববার সন্ধ্যায় সংগঠনের রাঙামাটি জেলা সিনিযর সহ সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে বাঘাইছড়ি মুক্ত মঞ্চে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও বান্দরবান জেলা সভাপতি কাজী মজিবুর রহমান মুজিব।

অভিযানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্রগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সভাপতি শাব্বির আহম্মেদ, খাগড়াছড়ি জেলা সভাপতি আব্দুল মজিদ, রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সহ-সভাপতি ও বাঘাইছড়ি উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, খাগড়াছড়ি জেলার সাধারণ সম্পাদক মোঃ লোকমান সহ পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ ফরাজি সাকিব, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল্লাহ্ আসাদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্যঞ্চলে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করেছে। তারপর থেকে বর্তমান আওয়ামীলীগ সরকার পার্বত্যঞ্চলে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস ভাবে কাজ করে চলেছে। আর সে শান্তি ও উন্নয়নের ধারাকে বাঁধাগ্রস্থ করছে কিছু অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। মানুষ খুন আর চাঁদাবাজি করে বাহিরে আয়েশি জীবন যাপন করা এসব সন্ত্রাসীরা কারো বন্ধু নয়।

তারা আধিপত্য বিস্তার করতে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজী করে সাধারণ মানুষের মেহনতের টাকা নিয়ে ঢাকায় এসি গাড়ি-বাড়ি ব্যবহার করে রাজকীয় জীবন যাপন করে। তারা আরো বলেন, গুটি কয়েক বিশৃঙ্খলাকারি পাবর্ত্যাঞ্চলকে সন্ত্রাসী জনপদে পরিণত করার চেষ্টা করছে। সমাজ থেকে এদের প্রতিহত করতে হবে। পাহাড়ের সাধারণ মানুষকে জিম্মি করে স্বাভাবিক জীবন যাপনে বাঁধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তা না হলে পাহাড়ে শান্তি আসবে না। এসব চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারের লড়াইয়ে বেশীরভাগ সাধারণ পাহাড়িরাই বলি হচ্ছে।