বাঘাইছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

358

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যেদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সোমবার বিশেষ এই দিনটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোকসজ্জা করা হয় এছাড়া দিনের শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তলন করে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।

বিকাল ৪ ঘটিকায় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মিলাদ দোয়া মাহফিল এবং মোনাজাত শেষে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের ভার্প্রাপ্ত সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে, বাঘাইছড়ি পৌর মেয়র, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি দিলীপ কুমার দাশ, আব্দুর শুক্কুর মিঞা, সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, যুবলীগ সভাপতি হোসেন শাহরিয়ার,সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সকল নেতা কর্মীগন উপস্থিত ছিলেন। পরে এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ।