বাঘাইছড়িতে সড়ক দূর্ঘটনায় তিনজন হতাহত

146

॥ স্টাফ রিপের্টার ॥

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মধ্যম বাঘাইছড়ি রাবার বাগান মোড়ে টমটম উল্টে সান্দ্রা চাকমা(৪৫) নামে এক জন মারা গেছে। সে অটোরিকশার যাত্রী হয়ে উপজেলা সদরে যাচ্ছিলো। ৭ অক্টোবর শুক্রবার সকালে রাবার বাগান মোড়ে অটোরিকশা টমটম অন্য একটি টমটমকে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে চাপা পড়ে।

মৃত সান্দ্রা চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়াডর্স্থ জীবতলী গ্রামের জামিনি কুমার চাকমার ছেলে। এই ঘটনায় আরো ২জন গুরোতর আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন জ্ঞান বীর চামকা(৪৬) ও জ্ঞান রতন চাকমা(৪৭)।

বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা শুনেছি অটোরিকশা সাইড দিতে গিয়ে উল্টে একজন যাত্রীর মৃত্যু হয়েছে, এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিবো।