বাঘাইছড়ির দূরছড়ি বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা বিএনপি

327

|| স্টাফ রিপোর্টার ||

বৃহস্পতিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দূরছড়ি বাজার পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা বিএনপি। শুক্রবার সকালে জেলা বিএনপির নেতৃবৃন্দ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সরকারের প্রতি শীঘ্রই নৌ ফায়ার সার্ভিস চালু করার জোর দাবী জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, নগর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, বাঘাছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।