॥ স্টাফ রিপোর্টার ॥
সরকারের আইন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটি জেলা লিগাল এইড অফিসের উদ্যোগে বাঘাইছড়ি উপজেলায় ইউপি চেয়ারম্যান, উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ছাত্রছাত্রীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে (২২ আগস্ট) বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ (সিনিয়র সহকারী জজ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমা। সভায় বিভিন্ন ইউপি চেয়ারম্যান/সদস্য, অন্যান্য পর্যায়ের জনপ্রতিনিধি ওস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ লিগ্যাল এইড কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার আগে কাচালং সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র/ছাত্রীদের মাঝে প্রচারাভিযান ও গনশুনানিতে সভাপতিত্ব করেন কাচালং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামাল উদ্দীন। সভায় বক্তারা প্রথমবারের মতো বাঘাইছড়ি গিয়ে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করায় জেলা লিগ্যাল এইড অফিসকে ধন্যবাদ জানায়।
এ সময় সিনিয়ার সহকারী জজ জুনাইদ আহম্মেদ বলেন, আপনারা নিশ্চয়ই শুনেছেন ’গরীব দুঃখীর মামলার ব্যয় বাংলাদেশ দেয়’ এই শিরোনামে অস্বচ্ছল বিচারপ্রার্থীদের বিনামুল্য আইনী পরামর্শ, আইনী সহায়তা, সালিশের মাধ্যমে মামলা নিস্পত্তি এবং বিরোধ মিমাংসায় কাজ করে আসছে। বিগত কয়েকমাসে রাঙামাটি লিগাল এইড অফিস ৪৮৭টি মামলা ও বিরোধ নিস্পত্তি করেছে। সভায় আগত শিক্ষার্থী ও বিচারপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
মতবিনিময় সভায় জেলা লিগ্যাল এইড অফিসার উপস্থিত সকলকে লিগ্যাল এইড প্রসঙ্গে বিস্তারিত জানান। সভায় উপজেলার বিভিন্ন এলাকার সমস্যাদি তুলে ধরেন সংশ্লিষ্টরা। এর আগে উপজেলার আমতলী, ইউপির মাহিল্যা, পৌর এলাকার মুসলিম ব্লক ও জীবতলীতে বিরোধপূর্ণ ভূমি পরিদর্শন ও বাদী-বিবাদীর সঙ্গে কথা বলেন লিগাল এইড অফিসার।