বাঘাইছড়ি সীমান্তে বিজিবি বিএসএফ মৈত্রী সাইকেল র‌্যালি

423

॥ সালাউদ্দীন শাহিন ॥
রাঙামাটির বাঘাইছড়ি সিমান্তে বিজিবি-বিএসএফ মৈত্রী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ঘিরে এই মৈত্রী সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।
শনিবার বাঘাইছড়ির বাঘাইহাট সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্য এই মৈত্রী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।

এতে বাঘাইহাট ৫৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাজহারুল ইসলাম, পিএসসি, জি। পানিসাগর সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী রাজীব, আইজল সেক্টরের ডেপুটি ডিআইজি সি.পি মিনা, ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী আর.পি উদিত ও ৯০ বিএসএফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক শ্রী নিলন।

র‌্যালি শেষে বাঘাইহাট ৫৪ বিজিবির অধিনায়ক অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরপর উভয় দেশের মধ্যে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করা হয়।