॥ রাজস্থলী সংবাদদাতা ॥
চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী চোলাই মদসহ দু’জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম জেলার আকবর শাহ এলাকার মোহাম্মদ সাজ্জাদ হোসেন (২৩) সাজ্জাদ মনির হোসেনের ছেলে এবং মহিলা চট্রগ্রাম জেলাধীন পাহাড়তলীর আমবাগান স্ক্রাপ কলোনি এলাকার তৃষা আকতার (১৮)সে সাইফুল ইসলামের কন্যা।
সোমবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাঙালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়ন এর বাঙালহালিয়া বাজার যাত্রী ছাউনি এলাকা হতে ১ যুবক ও ১ মহিলা কে সন্দেহ জনক ভাবে আটক করে এবং তাদের হেফাজতে থাকা ৩৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করে।
স্হানীয়রা বলেন আইন শৃঙ্খলা বাহিনি আরও কঠোর ভাবে অভিজান চালালে বাজারের এবং বাজারের পার্শ্বে বিক্রি হওয়া চোলাই মদের দোকান বন্ধ করা সম্ভব হবে। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ সাইফুল আজম জানান,আটককৃত যুবক ও যুবতীদ্বয়ের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মঙ্গলবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে।