॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে অজ্ঞান পার্টির খপ্পরে পরে এ উপজাতীয় মহিলার ১০ হাজার টাকা খোয়া গেছে। সোমবার ৩০ নভেম্বর দুপুর ১২টায় এ ঘটনাটি ঘটে। সে রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি পাড়ার ক্যউখয় খিয়াং এর স্ত্রী চিংক্রাউ খিয়াং(৪০)।
তার স্বামী ক্যউখয় খিয়াং বলেন, আমরা স্বামী স্ত্রী ২ জনেই ২টা ছাগল ১০ হাজার টাকা দিয়ে বিক্রি করি বাঙ্গালহালিয়া বাজারে ব্যবসায়ীর নিকট। ১০ হাজার টাকা গুনে নেওয়ার পর আমার স্ত্রী অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছে এবং তার হাতে থাকা ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় অজ্ঞান পার্টি।
সেখান থেকে তাকে চিকিৎসা দেওয়ার জন্য রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করি। তার জ্ঞান এখনো ফিরেনি। স্বাস্থ্য বিভাগের ডাঃ তৃষা জানান, একটি মহিলাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তার চিকিৎসার প্রক্রিয়াধীন রয়েছে। এখনো ঐ মহিলা সুস্থ হয়ে উঠেনি।