হারাধন কর্মকার রাজস্থলী প্রতিনিধি, ৪ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : দুর্গম রাজস্থলী উপজেলার সেনাবাহিনীর কাপ্তাই ১১ আরই ব্যাটালিয়ান এর উদ্যোগে শান্তি চুক্তির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২ ডিসেম্বর বাঙ্গালহালিয়া বাজার চত্তর হয়ে এক শান্তি র্যালী বের করা হয়। র্যালীটি বাজারের উত্তর দক্ষিণ দিক প্রদক্ষিন করে পুনরায় বাঙ্গালহালিয়া যাত্রী ছাউনীর সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি পুলক বড়–য়া, বিশেষ অতিথি ছিলেন ৩ন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য হ্লাথোয়াইচিং মারমা গংজ, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি এসএম আলাউদ্দিন, সহ সভাপতি ও হেডম্যান প্রতিনিধি মংচিং মারমা, আওয়ামীলীগের নেতা পুলক চৌধুরী, ইউপি সদস্য আবদুল কাদের হাওলাদার, ডালিম বড়–য়া, মংউ মারমা, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুইথুইমং মারমা।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান