বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ

602

p......6

রাজস্থলী প্রতিনিধি , ৭ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে আযোজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি পুলুখই মারমা। অনুষ্ঠানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিনের উপস্থাপনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যেইমং চৌধুরী এতে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আজগর আলী খান, এসএমসি কমিটির সদস্য ক্যসুইপ্রু মারমা, উসাথোয়াই মারমা, নুরুল আফসার, থুইহলাঅং মারমাসহ বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

সভায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, গত ২৬ জানুয়ারী বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে সংসদ সদস্য উষাতন তালুকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেওয়ার সময় এ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মাঝে কম্বল প্রদানের আশ্বাস দেন। তারই ধারাবাহিকতায় এ কম্বল বিতরণ করা হয়। তিনি সংসদ সদস্য এ ধরনের কর্মকান্ড ইতিবাচক হিসেবে নেওয়াতে বিদ্যালয়ের পক্ষ ও ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আনন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করেন।

 পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান