॥ রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া কুতুরিয়া পাড়া গ্রামের সিনেমা হল নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা থানার পুলিশের ঝটিকা অভিযানে ২৫ টি বস্তায় প্রায় ৫০ লিটার অবৈধ দেশীয় তৈরি বাংলা মদ সহ ২ জন কে আটক করে পুলিশ।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ( ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাঙালহালিয়া সিনেমা হলের পাশে মদ পাচার করে আসছে খবর পেয়ে তাৎক্ষনিক একটি পুলিশের দল পাঠানো হলে হাতে নাতে দুই জন কে ৫০ লিটার মদ সহ আটক করা হয়। তারা হলেন, রাঙুনিয়া কোদালা গ্রামের জয়দাশ (৩১) পারভেজ আলম (২৬) চন্দ্রঘোনা দোভাষী বাজারের স্থায়ী বাসিন্দা অপর একজন পাচার কারী পালিয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুুতি চলছে বলে জানা গেছে। আসমীদ্বয় দের রাঙামাটি কোর্টে প্রেরন করা হবে বলে ওসি জানান।