॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের নীলাচল পর্যটন কেন্দ্র হতে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ আগস্ট) দুপুরে নীলাচল পর্যটন কেন্দ্রের একটি পাহাড়ের নীচে এই যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নীলাচল পর্যটন কেন্দ্র গিয়ে একটি পাহাড়ের গভীরে রশী বেঁধে সেই খাদ থেকে এক অজ্ঞাতনামা পর্যটকের মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, মৃত পর্যটক শনিবার বান্দরবান বেড়াতে এসেছিল এবং নীলাচলের নীলাম্বরী রির্সোটে রাত্রীযাপন করেছিল।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে বিকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে নিয়ে নিয়ে যায়। মৃতদেহের নাম পরিচয় সনাক্ত ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেস এর সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি জানান, দুপুর ২টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে পাহাড়ের গভীরে উদ্ধার কাজ শেষ করে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত কুবক বিষ খেয়ে পাহাড় থেকে লাফ দিয়ে মৃত্যুবরণ করেছে।
লাশ পরিদর্শন করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মো.রায়হান কাজেমী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। এ সময় সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।