বান্দরবানে আ’লীগ ও বিএনপিসহ আট জন প্রার্থীর মনোনয়ন জমা দেন

455

 

বান্দরবান প্রতিনিধি- ২৮ নভেম্বর ২০১৮, দৈনিক রাঙামাটি:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বান্দরবান ৩০০নং আসনে বিএনপি আওয়ামীলীগসহ মোট ৮ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে বধুবার সকাল ১১ টা থেকে জেলা রিটানিং কর্মকর্তা মো: দাউদুল ইসলামের কাছে এই মনোনয়ন ফরম জমা দেওয়া শুরু হয়।

সকালে প্রথমেই স্বতন্ত্র প্রার্থী ডনাই প্রæ নেলী জেলা রিটানিং কর্মকর্তা মো: দাউদুল ইসলামের কাছে তার মনোনয়ন ফরম জমা দেন। এর পর পরই আওয়ামীলীগের পক্ষে ৩০০ নং আসনে মনোনয়ন ফরম জমা দেন বর্তমান সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং, বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রæ জেরী, জেলা বিএনপির সভাপতি মা ম্যাচিং বিএনপির বিকল্প প্রার্থী উম্মে কুলসুম লীনা, ইসলামী ঐক্যজোটের সদস্য লামা গজালিয়ার বাসিন্দা মো: বাবুল হোসেন, স্বতন্ত্র প্রার্থী নাথান বম। এর আগে মঙ্গলবার মনোনয়ন ফরম জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের মাওলানা মুফতি শওকতুল ইসলাম,মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় রিটানিং কর্মকর্তা মো:দাউদুল ইসলামের সাথে অতিরিক্ত জেলা প্রশাসক মো:আবু হাসান সিদ্দিক, মোহাম্মদ আবুল কালাম, জেলা নির্বাচন কর্মকর্তা মো:রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরো প্রধান।