বান্দরবান প্রতিনিধি, ২২ নভেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : বান্দরবান সদর থানায় সার্ভিস ডেলিভারী কেন্দ্রে শনিবার জেলা সদরের ওষুধ ব্যবসায়ী ও হোটেল-রেষ্টুরেন্ট মালিক সমিতির কর্মকর্তা ও সদস্যদের নিয়ে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিক উল্লাহ মতবিনিময় সভায় বলেন, শহরে যাতে কোনভাবেই মেয়াদউত্তীর্ণ ওষুধপত্র বেচা-বিক্রি না হয় এবং ফরমালিনযুক্ত কোন খাবার বিক্রি বা পরিবেশন না করা হয় সেইদিকে সর্বদা নজর রাখতে হবে সকলকে।
ভেজালযুক্ত খাবার সামগ্রী এবং মেয়াদ নেই এমন ওষুধপত্র বেচাবিক্রি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের পাশাপাশি শহরকে পরিচ্ছিন্ন রাখার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের সচেতন থাকার জন্যে উদ্ধুদ্বকরণ কার্যক্রম বাড়াতে হবে। মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারাসহ বিপুল সংখ্যক ওষুধ ও হোটেল ব্যবসায়ী অংশ নেন। সভায় বান্দরবান বাজারের আইন শৃঙ্খলা রক্ষার নিমিত্তে পুলিশের পাশাপাশি সকল ব্যবসায়ীদেরকেও সহযোগীতা করার জন্য অনুরোধ করা হয়। মতবিনিময়সভা শেষে বান্দরবান ঔষুধ ব্যবসায়ী সমিতির সেক্রেটারীকে ঝুড়ি উপহার দেয়া হয়।
পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান