বান্দরবানে কার্বারীর বাড়িতে চুরি

515


॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান জেলা সদরের পর্যটন চাকমা পাড়ার স্থানীয় বাসিন্দা ও পাড়া কার্বারী অনিল চাকমার বাড়িতে চুরি হয়েছে। মঙ্গলবার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরের দল ভোরে শীঁদেল কেটে ঢুকে বাড়িতে থাকা নগদ ১০হাজার টাকা, দেড়ভরি স্বর্ণ, তিনটি মোবাইলসেটসহ চুরি করেছে।

এ ঘটনায় সদর থানায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শিমুল চাকমা একটি লিখিত অভিযোগ দায়ের করে। এসআই খলিলুর রহমান জানান, সংবদ্ধ চোরের দলকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
স্থানীয় পাড়া প্রধান কারবারী অনিল চাকমা বলেন, গত ৪মাসের মধ্যে তাঁর বাড়িতে দুইবার চুরির ঘটনা ঘটেছে।