বান্দরবানে চুক্তির বর্ষপূর্তিতে শোভাযাত্রা

458
ঢাকায় জাতীয় প্রেসক্লাসের সামনে পার্বত্য শান্তিচুক্তিকে কালো চুক্তি আক্ষ্যা দিয়ে তা বাতিল ও দাবিতে আজ ২রা ডিসেম্বর পার্বত্য নাগরিক পরিষদ ও  পার্বত্য বঙ্গালী ছাত্র পরিষদ মানববন্ধন। ছবি- শামীমুল আহসান
ঢাকায় জাতীয় প্রেসক্লাসের সামনে পার্বত্য শান্তিচুক্তিকে কালো চুক্তি আক্ষ্যা দিয়ে তা বাতিল  দাবিতে আজ ২রা ডিসেম্বর পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বঙ্গালী ছাত্র পরিষদ মানববন্ধন। ছবি- শামীমুল আহসান

বান্দরবান প্রতিনিধি, ২ ডিসেম্বর ২০১৫, দৈনিক রাঙামাটি : পার্বত্য শান্তিচুক্তির ১৮তম বর্ষপূর্তিতে বান্দরবানে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে এসে আবার রাজার মাঠে শেষ হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এসময় শোভাযাত্রায় অংশ নেন সেনাবাহিনীর ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ এ কে ফজলুল হক, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল আবছার, জেলা পরিষদ সদস্য ক্যসাপ্রু, লক্ষীপদ দাস, ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউটের পরিচালক মংনুচিং মার্মা প্রমুখ।

পোস্ট করেন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান