বান্দরবানে ট্রাক খাদে পড়ে নিহত ৭

494

 

1111

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান পার্বত্য জেলার লামার ইয়ংছা এলাকায় ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছে। জানা গেছে ট্রাকটি মোবাইলফোন কোম্পানি গ্রামীণফোনের টাওয়ার নির্মাণ করার জন্য যন্ত্রপাতি বহন করে নিয়ে যাচ্ছিল। ট্রাকটি লামা উপজেলার ইয়াংছা এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদের পড়ে যায়।
বৃহস্পতিবার সকাল ৭টায় সংঘটিত এই দুর্ঘটনায় আরো আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহত এবং আহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থলে চারজন নিহত হন। এরপর আহতদের কক্সবাজারের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
লামার মিরিঙ্গা পর্যটনকেন্দ্রে টাওয়ার স্থাপনের জন্য এ মালামাল বহন করা হচ্ছিল।

দৈনিক রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫