বান্দরবানে নব-নির্মিত বিশ্ববিদ্যালয় সড়ক উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী

205

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার নবনির্মিত সড়ক উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর উপজেলার সুয়ালক এলাকায় এলজিইডির অর্থায়নে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে কে-বি সড়ক থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পর্যন্ত ১ কিলোমিটারের সড়কটি উদ্বোধন করে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্বোধন কালে মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের আন্তরিকতায় আজ পাহাড়ে ব্যাপক উন্নয়ন হচ্ছে।

বিশেষ করে পাহাড়ে শিক্ষা খাতে আমুল পরিবর্তন হয়েছে। বান্দরবানে এতো দিন কলেজ থাকলেও বিশ্ববিদ্যালয় ছিল না। যার কারণে পাহাড়ের ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ঢাকা-চট্টগ্রামে যেতে হতো। এমনকি টাকার অভাবে অনেক গরীব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি। এই বিশ্ববিদ্যালয়টি হওয়ার ফলে বান্দরবান আরো একধাপ এগিয়ে গেলো বলে মন্তব্য করেছেন মন্ত্রী। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন তিবরীজি, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহ আলম, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হক মজুমদার, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম’সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

পরে মন্ত্রী আরণ্যক ফাউন্ডেশন, তাজিংডং এর উদ্যোগে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস প্রাঙ্গনে বনাঞ্চলে পরিবেশ পুনরুদ্ধারে জুম রেস্টোরেশনের জন্য বৃক্ষ রোপন করেন।

এদিকে-শুত্রুবার সন্ধ্যায় পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অথ্যায়নে ৯ কোটি টাকার হিলটপ রেষ্ট হাউজ নব-নিমিত ভবনের ভিত্তিপ্রস্তর ও মাতামুহুরী কটেজ শুভ উদ্ধোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, নিবাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।