বান্দরবানে নারী গার্মেন্টস কর্মী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

348

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে লুম্বিনী গামেন্টস কর্মীকে গণধর্ষণের অভিযোগে ২জনকে গ্রেফতার করেছে বান্দরবান সদর থানা পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, পৌর শহরের ৯নং ওয়ার্ডের সিকদার পাড়ায় এক যুবতীকে গেল ১৭ অক্টোবর (শনিবার) রাতে জরুরী কথা আছে বলে সিকদার পাড়ার একটি পাহাড়ে ডেকে আনে একই এলাকার মো: জয়নাল আবেদীন নামে এক বখাটে। পরে জয়নাল ও ওই যুবতীকে পাশের পাহাড়ের পাদদেশে কথা বলার এক পর্যায়ে সেখানে হাজির হয় স্থানীয় দুই যুবক মো. রফিক ও মো. জিহাদ।
পরে মো. রফিক ও মো. জিহাদ ভিকটিমকে বিভিন্ন ভাবে নাজেহাল করে গণধর্ষণ করে এবং অশ্লীল ভিডিও ধারণ করে। এরপরে ধর্ষণকারী তিন যুবকই এই ঘটনা কাউকে না বলার ভয় দেখায় এবং ধর্ষণের ঘটনা কাউকে জানালে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদর্শন করে।

এদিকে রবিবার দুপুরে ভিকটিম নারী বান্দরবান সদর থানায় এসে গণধর্ষণের অভিযোগ এনে বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ডের বাসিন্দা মীর আহম্মদ এর পুত্র মো. রফিক (২৩) এবং মৃত হেলাল মিয়া মো. জিহাদ (১৮) ও মো.জয়নাল (৩০) পিতা: অজ্ঞাত নামে মামলা দায়ের করে।

এদিকে গণধর্ষণের অভিযোগে সন্ধ্যায় বান্দরবান সদর থানার পুুলিশ অভিযান চালিয়ে মো. রফিক ও মো. জিহাদকে গ্রেফতার করলে ও মামলার প্রধান আসামী মো. জয়নাল পালিয়ে যায়।

বান্দরবান সদর থানার (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেছেন, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে আমরা দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই ঘটনায় পলাতক মো. জয়নালকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, ভিকটিম নিজে বাদী হয়ে এই বিষয়ে একটি গণধর্ষন ও একটি পর্ণোগ্রাফি মামলা দায়ের করেছে।