॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে নিন্মমানের মিষ্টিদ্রব্য (রস মালাই) রাখার দায়ে বান্দরবান বনফুল শাখার ডিলার খোরশেদ আলমকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে বান্দরবান চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক এএসএম এমরান এ আদেশ দেন বলে জানান কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক।
কোর্ট পুলিশ পরিদর্শক একে ফজলুল হক সাংবাদিকদের বলেন, ১৫ জুন নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৫২ ঙ ধারা মতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বান্দরবান বনফুল এন্ড কোং শাখায় অভিযান চালায়। এ সময় বিক্রয়ের উদ্দেশ্যে সুসজ্জিত অবস্থায় নিন্মমানের মিষ্টিদ্রব্য (রস মালাই) রাখার দায়ে বান্দরবান বনফুল এন্ড কোং শাখার ডিলার খোরশেদ আলমের বিরুদ্ধে চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালতে জেলা নিরাপদ খাদ্য অফিসার শুভ্র দাশ বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
‘‘বুধবার দুপুরে খোরশেদ আলম আত্মপক্ষ সমর্থনে আদালতে জামিন আবেদন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।’’
কারাগারে পাঠানো খোরশেদ আলম বান্দরবান পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড ক্যাংভিটা এলাকার বাসিন্দা। জনগনের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শুভ্র দাশ।