॥ বান্দরবান প্রতিনিধি ॥
“প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি,দুর্যোগ মোকাবেলায় আনবে গতি ” এই শ্লোগানকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সপ্তাহ উদ্বোধন উপলক্ষে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে আয়োজন করা হয় নানান কর্মসূচীর ।
এসময় জাতীয় পতাকা, বিভাগীয় পতাকা উত্তোলন এবং কবুতর উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন করেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: মাহবুব আলম। এসময় বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মো: কামাল উদ্দীন ভূঁইয়া,সিনিয়র ষ্টেশন অফিসার সাকরিয়া হায়দার , ষ্টেশন অফিসার মো: ইসলাম হোসেনসহ বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা উপস্থিত ছিলেন।
অুনষ্ঠানে দুইজন ফায়ারম্যানকে পদোন্নতি দিয়ে লিডার ব্যাচ পরিধান করা হয়। শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন উপলক্ষে সাধারণ জনগনকে সচেতনতা বৃদ্ধির লক্ষে একটি যান্ত্রিক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।