বান্দরবানে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

276

p......6

বান্দরবান প্রতিনিধি , ২৬ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি :  বান্দরবানে তিন দিনব্যাপী ৩৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল  বিকালে জেলা প্রশাসকের উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয়ে মিলনাতয়নে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর হক চৌধুরী। সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে অতিরিক্ত প্রশাসক আবু জাফর, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরি শংঙ্কর দাশ, সহকারী শিক্ষক মমতাজ উদ্দিন, নুরুল আলমসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

আয়োজিত ৩৭তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় ৮টি উচ্চ বিদ্যালয়, ২টি কলেজ এবং ২টি সংগঠন মিলে ৮৩টি স্টল স্থান পেয়েছে। জেলা প্রশাসক মিজানুর হক চৌধুরী স্টল পরির্দশন করেন এবং ক্ষুদ্রে বিজ্ঞানীদের সাথে কথা বলেন।

পোস্ট- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান