বান্দরবানে রোটারী ক্লাবের সংবাদ সম্মেলন

145

॥ বান্দরবান প্রতিনিধি ॥

রোটারী বর্ষ ২০২৩-২৪ উপলক্ষ্যে বান্দরবানে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে বান্দরবান রোটারী ক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু। অন্যান্যদের মধ্যে বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, রোটারি ক্লাব অব বান্দরবানের নতুন প্রেসিডিন্ট ফারুক আহামদ চৌধুরী, সহকারী প্রেসিডেন্ট মো: নাজমুল হাসান ভূইয়া, সহকারী গভর্নর মহিউদ্দিন, শফিকুল আলম বাবলু, সাইদুল ইসলাম জুয়েল, অরুন কান্তি দাশ উপস্থিত ছিলেন।