॥ বান্দরবান প্রতিনিধি ॥
অপুষ্টি জনিত অন্ধত্ব নিমূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষে বান্দরবানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২১ উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুন (বুধবার) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগ বান্দরবানের আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ে সেমিনার কক্ষে এই ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্টিত হয়।
সিভিল সার্জন ডা: অং সুই প্রু মারমার সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে ডেপুটি সিভিল সার্জন মং টিং ঞো, ডা: মো. আলমগীর, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
সভায় সিভিল সার্জন ডা: অংসুই প্রু জানান, আগামী ৫ জুন থেকে ১৯ জুন বান্দরবানে ৬৮ হাজার ২শত ২৬ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাম্পেইনের আওতায় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় সিভিল সার্জন আরো জানান, এবারে বান্দরবান জেলায় ৬-১১ মাস বয়সী ৯ হাজার ৪শত ৭২জন শিশুকে ১টি করে নীল রঙ্গের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী ৫৮ হাজার ৭শত ৫৪জন শিশুকে ১টি করে লাল রংয়ের ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।