বান্দরবানে ৭ দফা দাবিতে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালিত

174

॥ বান্দরবান প্রতিনিধি ॥

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ সাত দফা দাবিতে চট্টগ্রাম দক্ষিণাঞ্চল পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চট্টগ্রাম কক্সবাজার ও চট্টগ্রাম বান্দরবান সড়কে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট পালিত হয়েছে।

বুধবার সকাল থেকে বান্দরবান – ঢাকা-কেরানিরহাট চট্টগ্রাম ও বান্দরবান কক্সবাজার সড়কে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিল। দূরপাল্লার যানবাহনগুলোও বান্দরবান ছেড়ে যায়নি।এছাড়া সড়কগুলোতে ট্যাক্সি সহ হালকা যানবাহন চলাচল করছে। তবে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন বিপাকে।

বান্দরবান শৈলশোভা পরিবহন শ্রমিক পরিষদের সভাপতি ও সাবেক সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ জানান, সড়কগুলোতে বিআরটিএর অনুমোদন বিহীন সব ধরনের বাস চলাচল বন্ধ করা, থ্রি হুইলার সহ হালকা যানবাহন চলাচল বন্ধ করা, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সাত দফা দাবিতে এই ধর্মঘট পালন করা হচ্ছে। অবিলম্বে এ দাবি পূরণ করা না হলে আগামীতে আরো কঠোর আন্দোলন দেয়া হবে বলে পরিবহন মালিক শ্রমিক সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন।