বান্দরবান ফাউন্ডেশপনর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

502

SAMSUNG CAMERA PICTURES

বান্দরবান প্রতিনিধি, ৫ ফেব্রুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : বান্দরবান ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানের নব নির্বাচিত পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি বলেন, আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমাদের একটি মানবিক মুল্যবোধ রয়েছে। সেই মানবিক মুল্যবোধ দিয়ে যদি সকল মানুষ মানবতার সেবায় কাজ করে তাহলে বান্দরবান পৌর এলাকার কোন সমস্যা থাকার কথা নয়। ভবিষ্যতে তিনি সকল সংস্থা, সংগঠন, ব্যক্তিসহ সকলকে সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা কর্মকর্তা মিল্টন মুহুরী। ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউএনডিপি কর্মকর্তা চিং সিং প্রু, নুমং  প্রু মার্মা, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কার্যকরী সদস্য খোরশেদুল আলম, আবদুল মালেক, রেজাউল করিম, মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

উল্লেখ্য যে, ১৯৯৫ সালে বান্দরবান শহরের কিছু শিক্ষিত যুবক ‘বান্দরবান ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তারা বিভিন্ন সমাজ সেবা মুলক কায্যক্রম চালিয়ে আসছেন।

পোস্ট করেনন- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান