বান্দরবান সেনা জোনের মাধ্যমে চিকিৎসা পেল বম শিশু

104

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় দুরারোগ্য চর্মরোগে আক্রান্ত দীর্ঘদিন যাবত কষ্টে থাকা এক বম শিশুর চিকিৎসায় এগিয়ে এসেছে স্থানীয় সেনা জোন। রোয়াংছড়ি সদর ইউনিয়নের পাইক্ষ্যংপাড়ার এক অসহায় পরিবারের শিশুটির নাম খ্রিস্টিয়াং বম। তার কষ্টের কথা শুনে সেনা সদস্যদ্যে সহায়তায় এগিয়ে আসে সেনা জোন।

বান্দরবান সেনা জোনের উদ্যোগে বান্দরবান সদর হাসপাতালে শিশুটির চিকিৎসা শুরু করার পর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সেনা জোন বহন করছে বলে জানা গেছে। শিশুটির সাথে তার পরিবারের সদস্যরাও অবস্থান করছে।

বৃহস্পতিবার সকালে বান্দরবান সেনা জোনের প্রতিনিধি হিসেবে রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ আসাদুজ্জামান ভুক্তভোগী রোগীকে দেখাশোনা ও তদারকি করার জন্য বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শন করেন। এসময় সংশ্লিষ্ট সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি।