॥ জুরাছড়ি প্রতিনিধি ॥
প্রতি বছরের ন্যায় এবছরও তথাগত ভগবান বুদ্ধের অহিংসার মৈত্রীময় বাণী ধারণ করে জুরাছড়ি উপজেলায় ৩ নং মৈদং ইউনিয়নে বারাবান্যা মৈত্রী বন বিহারে আজ ২৯ অক্টোবর ২০২২ সপ্তম বারের মত কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে উক্ত বিহারের অধ্যক্ষ ভদন্ত অমিয় বর্ধনকে স্থবির হিসেবে ফুল এবং সম্মাননা ক্রেস দিয়ে বরণ করেন বিহার পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বরুন তালুকদার।
এতে সকালের পর্বে পঞ্চশীল প্রার্থনা করেন প্রজ্ঞাশ্রী চাকমা, প্রণব চাকমা। সকাল বিকাল ধর্মীয় উদ্ধোধনী সংগীত পরিবেশন করেন রাঙ্গামাটি থেকে আগত পনি চাকমা। অনুষ্ঠানে সমবেত পূণ্যার্থীদের উদ্দেশ্যে করে ধর্মীয় দেশনা প্রদান করেন রাঙ্গামাটি রাজবনবিহার থেকে জ্যৈষ্ঠ ভিক্ষু শ্রীমৎ জ্ঞান প্রিয় মহাস্থবির। ভিক্ষু সংঘের প্রধান হিসবে উপস্থিত ছিলেন সুবলং শাখা বনবিহার অধ্যক্ষ শ্রীমৎ বুদ্ধশ্রী মহাস্থবির। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, মৈদং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাধনানন্দ চাকমা। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক করুনা বিকাশ চাকমা।
সহকারী শিক্ষক হিমায়ন চাকমা ও সজ্জিত তালুকদার এর সঞ্চালনায় বিশেষ শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন উদযাপন কমিটির সভাপতি হেডম্যান রিপন তালুকদার। পরে বুদ্ধ মূর্তি দান, কঠিন চীবর দান, অষ্টপরিস্কার দান হাজার প্রদীপ দান সম্পাদন করা হয়।