বাল্যবিবাহ নিরোধ আইন ও শিশু সুরক্ষা বিষয়ে কর্মশালা

167

এম.নাজিম উদ্দিন

‘আর নয় বাল্য বিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এই শ্লোগানে সোমবার রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭, বিধিমালা-২০১৮, শিশু সুরক্ষা ও জেন্ডার সমতা বিষয়ের উপর দিনব্যাপী ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীনহিল এর ‘কমবেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ’ প্রকল্প কর্তৃক আয়োজিত কর্মশালয় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.আবদুল্লাহ আল মাহমুদ, রাঙামাটির সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং উপজেলা চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। হেডম্যান, কার্বারি, শিক্ষক, তথ্য আপা কর্মকর্তা এবং পাড়াকর্মীদের নিয়ে যদি দল গঠন করে মনিটরিং এর দায়িত্ব দেয়া হয় তাহলে প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ নিরোধ করা সম্ভব বলে মনে করেন জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান এবং এ বিষয়ে জেলা প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষন করেন।

উক্ত সেশনে জেলা প্রশাসক বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন এবং দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ (উপজেলা চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,হেডম্যান এবং কার্বারি) যদি কেউ নিজের এলাকায় প্রমাণকসহ বাল্যবিবাহের হার শূন্যে নিয়ে আসতে পারে তাহলে তাদেরকে পুরষ্কৃত করা হবে বলে জানান।