বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ অভিযান অভ্যাহত

503

DSC_0518

ঢাকা ব্যুরো অফিস, ১৪ জানুয়ারি ২০১৬, দৈনিক রাঙামাটি : মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং ৩৫০৩/২০০৯ এর নির্দেশ মোতাবেক ঢাকা মহানগরীর চার পাশের নদী যথা- বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ চারটি নদী দূষন ও বর্জ্য নিষ্কাশন রোধ, অবৈধ দখল উচ্ছেদ অভিযান অভ্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শ্যামবাজার এলাকায় ছোট বড় ৮০টি, ওয়াজঘাটে ৭৫টি বাড়ি ঘড় ভেংগে দেয়া হয়। এছাড়াও বাদামতলী এলাকা থেকে ২.১৭ একর জমি দখল মুক্ত করা হয়।

সম্পাদনা- শামীমুল আহসান, ঢাকা ব্যুরোপ্রধান