বিকাশের মাধ্যমে প্রতারণার সময় বাঘাইছড়িতে ঠক আটক

411

॥ বাঘাইছড়ি প্রতিনিধি ॥

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে সাইফুল ইসলাম (২৫) নামের এক বিকাশ প্রতারককে আটক করেছে পুলিশ। রোববার (২২জুলাই) রাতে তাকে আটক করা হয়। প্রতারক সাইফুল  কক্সবাজারের রামু উপজেলার পূর্বদারগার দিঘী পাড়ার মো. আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সাইফুল লংগদু উপজেলায় বিকাশের মাধ্যমে প্রতারণা করে বাঘাইছড়িতে অবস্থান নিলে ওই উপজেলার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার রাতে উপজেলার চৌমহনী মার্কেটের চাঁদনী ফার্মেসী থেকে তাকে আটক করে পুলিশের কাছে সৌপর্দ করে স্থানীয়রা।

পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুল খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় প্রতারণার মাধ্যমে দু’টি দোকান থেকে দু’দফায় ১০হাজার টাকা এবং লংগদু উপজেলা থেকে দু’দফায় ১০হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইফুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করা হবে।