॥ ক্রীড়া প্রতিবেদক ॥
মহান বিজয় দিবস টি-২০ উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টে দুর্দান্ত জয় পেয়েছে অগ্রযাত্রা ফ্রেন্ডস ক্লাব। বৃহস্পতিবার মানিকছড়ি বিসিক মাঠে অনুষ্ঠিত খেলায় রাঙামাটি চ্যালেঞ্জার্সকে ৭৪রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয় লাভ করে অগ্রযাত্রা।
মানিকছড়ি রোজ একাদশ আয়োজিত টুর্ণামেন্টের নির্ধারিত খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অগ্রযাত্রা ফ্রেন্ডস ক্লাব। ওপেনিংয়ে নেমে খুব বেশি সুবিধে করতে পারেনি তারা। ২১বলে বেলাল ৯রান ও ৪বলে তারেক শুন্য রানে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর শক্ত হাতে হাল ধরে নিশু সাহা ও কামাল। ১১বলে ৭রান নিয়ে নিশু সাহা প্যাভিলিয়নে ফিরে গেলেও ৩৫বলে ৭৯রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকে কামাল। দলের পক্ষে দেবাশীষ শুন্য ও তারেকুল ১রানে আউট হলেও ২২বলে আমির করেন ৫৭রান।
অগ্রযাত্রা ফ্রেন্ডস ক্লাবের দেয়া ১৭৮রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোচট খায় রাঙামাটি চ্যালেঞ্জার্স ক্লাবের ব্যাটসম্যানরা। সোহাগ, সোহাইল, ইমু, নোবেল, আমীর আর কামালের বোলিংয়ে বিধ্বস্থ হয়ে পড়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইন। রাঙামাটি চ্যালেঞ্জার্স ক্লাবের মাসুদুর ২৬, জেমি ১৪ ও গৌরভ ১১, আতিক ১০রান নিলেও আর কোন ব্যাটসম্যান এককের অংক পেরুতে পারেনি।
অগ্রযাত্রা ফ্রেন্ডস ক্লাবের সোহাইল ৩, নোবেল ও কামাল ২টি করে ইউকেট শিকার করে প্রতিপক্ষকে ১০৪রানেই গুটিয়ে দেয়। সবকটি ইউকেট হারিয়ে নিজেদের শেষ ম্যাচেও হেরে টুর্ণামেন্ট থেকে বিদায় নেয় রাঙামাটি চ্যালেঞ্জার্স। ম্যান দ্যা ম্যাচ নির্বাচিত হন অগ্রযাত্রা ফ্রেন্ডস ক্লাবের কামাল।
অগ্রযাত্রা ফ্রেন্ডস ক্লাবের টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন ইমরান কবির সোহেল। খেলায় আম্পায়ার ছিলেন জিতু ও ইউনুস।