বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে নানিয়ারচরে আলোচনা সভা

430

॥ নানিয়ারচর সংবাদদাতা ॥
“পরিবেশ সুরক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ উপলক্ষ্যে নানিয়ারচরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে ৫টি উচ্চ বিদ্যালয় ও নানিয়ারচর কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪২তম বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।

মেলায় প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে নানিয়ারচর সরকারী কলেজ হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত ও অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজার মেশিন, নানিয়ারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় অল্প খরচে রিমোট চালিত উদ্ধারকারী স্পীড বোট নির্মাণ, মহাপুরম উচ্চ বিদ্যালয় ওয়াটার লেভেল ইন্ডিকেটর, জাহানাতলী উচ্চ বিদ্যালয় আধুনিক প্রযুক্তির এম্বুলেন্স মডেল, বেতছড়ি জেনারেল উসমানী উচ্চ বিদ্যালয় স্বয়ংক্রিয় বিজ্ঞানসম্মত আধুনিক নগরায়ণ, ঘিলাছড়ি উচ্চ বিদ্যালয় ভূমিকম্পের সংকেত সনাক্তকরণ ও পানির স্তর পরিমাপ এবং গাইন্দ্যাছড়ি উচ্চ বিদ্যালয় বায়োগ্যাস প্লান্ট ও মোমবাতির দহন প্রকল্পসমূহ প্রদর্শন করেন। এসময় অতিথিবৃন্দ প্রকল্প গুলো পরিদর্শন করেন এবং বিচারকগণ মেলায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের প্রজেক্ট মূল্যায়ন করেন।

মেলা পরিদর্শন শেষে নির্বাহী অফিসার শিউলী রহমান তিন্নীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও মেলায় অংশগ্রহণকারীর ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর জামাল হাওলাদার, পুলিশ কর্মকর্তা মোঃ মাসুদ খান, রিসোর্স সেন্টার অফিসার মোঃ সরওয়ার কামাল, মাধ্যমিক অফিসার মোঃ রেজাউল করিম প্রমূখ।