বিজয়ের মাসে না ফেরার দেশে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ

349

॥ নানিয়ারচর প্রতিনিধি ॥
বিজয়ের মাসে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোশাররফ হোসেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকাল ৩টায় বার্ধক্যজনিত কারণে ৩নং বুড়িঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ ৩নং টিলা এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সন্তান রেখে যান।

জানাযার নামাজের প্রাক্কালে পুলিশের একটি দল স্বশস্ত্র সালাম (গার্ড অব অনার) প্রদান করে এবং স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওয়াহাব হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক, থানার ওসি মোঃ সাব্বির রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। জানাযা শেষে এই বীর মুক্তিযোদ্ধার আত্বার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়।