বিজয় দিবসে সরকারি গণগ্রন্থাগারের আলোচনা

326

॥ স্টাফ রিপোর্টার ॥

বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে জেলা সরকারি গণগ্রন্থাগার। বৃহস্পতিবার দুপুরে শহরের ভেদভেদিস্থ জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা।

বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি বিএম ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আনন্দ জ্যোতি চাকমা, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল। বেতারের উপস্থাপিকা কেয়া দেওয়ানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান সুনীলময় চাকমা।

এসময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধ বাঙালী জাতির জীবনে অবস্মরনীয় ঘটনা। নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে এই দেশ শত্রুমুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান বক্তারা।