বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু ঘিরে ফুরোমন ক্লাবের নানা আয়োজন

104

॥ স্টাফ রিপোর্টার ॥

বিঝু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু রাঙামাটির ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ফুরোমোন ক্লাবের উদ্যোগে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ভেদভেদী পাড়ায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু।

ফুরোমোন ক্লাবের সভাপতি রবীন্দ্র চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিটন বড়–য়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল মাওলা, ৬নং ওয়ার্ড কাউন্সিলর রবি মোহন চাকমা, ১০২নং রাঙ্গাপানি মৌজার ভেদভেদী পাড়ার অমরেন্দ্র কার্বারী, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অনুপম বড়–য়া শংকর, সাধারণ সম্পাদক সাধন মনি চাকমা। স্বাগত বক্তব্য রাখেন- ক্লাবের দপ্তর সম্পাদক ও ইভেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক রিমেন চাকমা।

অনুষ্ঠান শুরুর পূর্বে প্রধান অতিথি পাজন রান্না প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের রান্না করা পাজন তিনি নিজেই খেয়ে বিচারকাজ সম্পন্ন করে ১ম, ২য় ও ৩য় স্থান নির্ধারণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অংসুইপ্রু চৌধুরী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী চান দেশে সকল ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে থাকুক এবং নিজেদের উৎসবগুলো পালন করুন। আমরাও সেই লক্ষে কাজ করে যাচ্ছি। সকল ধর্মের মানুষের সংমিশ্রণে ফুরোমোন ক্লাবের কার্যক্রমের তিনি প্রশংসা করেন। তিনি বলেন- আমাদের সংস্কৃতিকে আমাদের থেকেই বাঁচিয়ে রাখতে হবে। তাই প্রতিনিয়ত এধনের আয়োজন করার আহ্বান জানান জেলা পরিষদ চেয়ারম্যান। এছাড়াও প্রধান অতিথি আগামী অর্থ বছরে ফরোমোন ক্লাব ভবনের দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করাসহ এলাকার সুপেয় পানির সমস্যা সমাধানে ৩টি ডিপ টিওবয়েল স্থাপন করে দেওয়ার ঘোষণা দেন।