বিদায়ী এএসপি তাপস রঞ্জন ঘোষকে পৌর পরিষদের বিদায়ী সংবর্ধনা

415

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে রাঙামাটি পৌর পরিষদ। রোববার দুপুরে রাঙামাটি পৌরসভা সম্মেলন কক্ষে তাপস রঞ্জন ঘোষ কে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

এসময় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দীন, সাবেক প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দীন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নূর নবী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কালায়ন চাকমা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সন্তোস কুমার চাকমা, ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্মলা দেওয়ান, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুবাইতুন নাহারসহ নাগরিক সমাজ ও জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ বিদায়ী এএসপির হাতে ক্রেস্ট তুলে দেন।