বিদায়ী জেলা প্রশাসকের সাথে ৯৬ব্যাচের শুভেচ্ছা বিনিময়

688

॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটি পার্বত্য জেলায় প্রায় ৩বছর সাফল্যের সাথে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সাথে এসএসসি ৯৬ ব্যাচের প্রতিনিধিরা বিদায়ী শুভেচ্ছা বিনিময়র করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ে ৯৬ ব্যাচের প্রতিনিধিরা একেএম মামুনুর রশিদকে ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

এসময় রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র ও নবনির্বাচিত কাউন্সিলর মো. জামাল উদ্দীন। ৯৬ ব্যাচের আহ্বায়ক- প্রিদতম চাকমা, সদস্য সচিব- পমপম বড়ুয়া মনা। মো. হান্নান, মো. হাসান, সজল দাশ, মো. হারুন, তাপস দাশ উপস্থিত ছিলেন।