বিদেশ গমনের আগে নিজেকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে

697


॥ স্টাফ রিপোর্টার ॥

রাঙামাটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেছেন, যারাই চাকুরী বা রোজগারের উদ্দেশ্যে বিদেশ গমন করবেন তাদের উচিত বিদেশ গমনের পূর্বে নিজেকে উপযুক্ত মানবসম্পদ হিসেবে গড়ে তোলা।

তিনি বলেন, কারিগরী প্রশিক্ষণ ছাড়া বিদেশ গমন ফলপ্রসূ হয় না। কারণ প্রশিক্ষণবিহীন ব্যক্তিরা বিদেশে তেমন কোন কাজে আসেন না।

তিনি বলেন, একটি দেশ শ্রমিক নিয়ে যায় তাদের প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করার জন্য। একজন অদক্ষ কিংবা প্রশিক্ষণবিহীন শ্রমিক সেই দেশের প্রতিষ্ঠানের কোন কাজে আসে না, তখন তাকে বিফল হয়ে ফেরত আসতে হয়।

তিনি উল্লেখ করেন, সরকার এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই দক্ষ মানব সম্পদ তৈরির কাজটি আগের তুলনায় অনেক সহজ হয়েছে। বিদেশ গমনেচ্ছুদের জন্য সরকারের পক্ষ হতে নানা করকম সুবিধা দেওয়া হচ্ছে।

জেলা প্রশাসক বলেন, প্রবাসীরা বিদেশ থেকে রেমিটেন্স পাঠায়। পরিবার, সমাজ ও দেশকে এগিয়ে নিয়ে যেতে তারা কঠোর হাড়ভাঙ্গা পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু এই পরিশ্রমি মানুষগুলোকে যেন দেশে দালালদের খপ্পরে পড়ে সর্বশান্ত হতে না হয় সেজন্য বিদেশ যাওয়ার আগে সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে হবে। প্রয়োজনে সরকারি দফতরে এ বিষয়ে সহযোগীতা নেওয়া যেতে পারে।

রোববার রাঙামাটি জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে প্রশাসন প্রাঙ্গনে অনুষ্ঠিত অভিবাসী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান এসব কথা বলেন।

‘উন্নয়নের মহাসড়কে, অভিবাসীরা সবার আগে’ এই প্রতিপাদ্যে র‌্যালি, আলোচনা সভার মধ্যে দিয়ে রাঙামাটিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়। সকালে এ দিবস উপলক্ষে পৌরসভা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন, উপজেলা নিবার্হী কর্মকর্তা সুমনী আক্তার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মাহবুবুন নবী, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)’র ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট আহম্মেদ হোসেন, একই প্রতিষ্ঠানের প্রকৌশলী জাফর আহম্মেদ চৌধুরী, প্রবাসী কল্যাণ ব্যাংকের রাঙামাটি শাখা ব্যবস্থাপক আল আজম সরকার। সাংবাদিক মোস্তফা কামালের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক নীহার কান্তি খীসা।

ডিসি বলেন, উন্নয়নের মহাসড়কে আমাদের চলতে হলে উন্নয়নকামী প্রদক্ষেপ নিতে হবে। দেশ আজ এগিয়ে যাচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ প্রদক্ষেপের কারণে। আর সরকারের সেই প্রদক্ষেপ-কে আরও অগ্রগামী করার জন্য বিজ্ঞান ভিত্তিক এবং কারিগরী শিক্ষার কোন বিকল্প নেই।

ডিসি আরও বলেন, দালালের পরামর্শে বিদেশ গমন নয়। দেশের প্রতিটি জেলা প্রশাসনে বিদেশ গমনের জন্য হেল্প ডেস্ক রয়েছে। এছাড়া বর্তমানে সরকার প্রবাসীদের সুবিধার্তে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় পরবর্তী প্রবাসী কল্যাণ ব্যাংক।