বিনামূল্যে নানিয়ারচরে কৃষি উপকরণ বিতরণ

416

।। মাহাদী বিন সুলতান ।।

কৃষি প্রণোদনা ও পুর্নবাসন কর্মসূচির আওতায় রাঙামাটির নানিয়ারচরে কৃষি উপকরণ বিতরণ করেছে কৃষি বিভাগ। মঙ্গলবার সকালে নানিয়ারচর কৃষি অফিস প্রাঙ্গণে বীজ ধান, সার ও উন্নত মৌ বক্স বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নী।

এসময় আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমতিয়াজ আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ টিপু সুলতান প্রমূখ। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, উপজেলার ১৫০জন কৃষকের মাঝে ৫কেজি আউশ ৪৮ জাতের বীজ ধান, ২০কেজি ডিএপি সার এবং ১০কেজি এমওপি সার, ও একটি উন্নত মৌ বক্স সম্পুর্ণ বিনামূল্যে বিতরণ করা হয়।

সূত্রটি আরো জানায়, করোনা পরিস্থিতিতে স্বল্প পরিসরে ১৫০জনের মাঝে এসব উপকরণ বিতরণ হলেও উপজেলায় সর্বমোট ৬০০জন কৃষক পরিবারের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হবে। উপজেলার খল্যান পাড়ার সুবিধাভোগী কৃষক মানিক লাল চাকমা ও বুদ্ধ রঞ্জন চাকমা জানান, করোনা পরিস্থিতিতে এসব কৃষি উপকরণ পেয়ে আমরা সত্যিই আনন্দিত।