॥ গোলাম মোস্তফা ॥
রাঙামাটি পৌরসভা নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী জোসনা বেগম তার নির্বাচনী এলাকায় “অটোরিক্সা’ প্রতীকের তুমুল প্রচারণা চালাচ্ছেন।
রোববার (৩১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিপুল সংখ্যক নারী-পুরুষ কর্মী সমর্থকদের নিয়ে তিনি রিজার্ভ বাজার, মহসীন কলোনী, পোড়া পাহাড়, সিএনজি স্টেশনসহ বিভিন্ন এলাকাকায় প্রচারণা চালান। এসময় তিনি ভোটারদের এলাকার উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা ও এলাকায় সাম্প্রদায়িক সম্পৃতি গড়ে তোলার আশ্বাস দেন।
এছাড়াও অতীত সময়ে যেভাবে সুখে-দুঃখে জনগণের পাশে ছিলেন আগামীতেও তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।