॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥
বিলাইছড়িতে ৫ লিটার চোলাই মদসহ ক্রেতা ও বিক্রেতা উভয়কেই আটক করে মামলা দেয়া হয়েছে। থানা সূত্রে যানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সাপ্তাহিক হাটের দিন ক্রয়-বিক্রয়ের সময় ৫ লিটার চোলাই মদসহ এই দুই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে বিক্রেতা কেংড়াছড়ি ইউনিয়নের বেগেনাছড়ি গ্রামের সাধন চাকমার ছেলে জ্যোতিময় চাকমা (৩৪) । এবং ক্রেতা একি ইউনিয়নের ন-কাটা ছড়া গ্রামের মৃত- থোয়াইবা অং মারমার ছেলে থুইহলামং মারমা (৩৮)। এদিকে আটকের পর গ্রেফতারকৃত আসামীদের অবৈধ দেশীয় তৈরী চোলাই মদ ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে এসআই(নিঃ) মোঃ রিদওয়ানুর রহমান কর্তৃক এজাহার দায়ের প্রেক্ষিতে বিলাইছড়ি থানায় ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ২৪(ক)/৪১ ধারায় মামলা দেয়া হয়। মামলা নং-০১, তারিখ-১৯ ডিসেম্বর- ২০২৩।
বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন ২ ব্যক্তিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি বাজার থেকে পল্টন ঘাটের দিকে নামার সময় রাস্তায়, হাতের ডান পাশে (উত্তর দিকে) সাধন চাকমার ভাতের হোটেলে আটক ব্যক্তিদের কাছ থেকে দেশীয় তৈরী ০৫ লিটার চোলাইমদ জব্দ করে ক্রেতা বিক্রেতা দু’জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক মামলা দিয়ে ২ জনকেই বিকালে প্রয়োজনীয় পুলিশ স্কট সহ বিজ্ঞ আদালত রাঙ্গামাটি উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে।