বিলাইছড়িতে জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালন

102

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

শুক্রবার (৬ অক্টোবর) বিলাইছড়ি উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ সারোয়ার হোসেন, ১ ও ৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাথোয়াই মার্মা। সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার রুবেল বড়ুয়া।

সভায় বক্তারা বলেন, আইন অনুযায়ী শিশু জন্মের এবং কোন ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করার বিধান রয়েছে। তাছাড়া এখন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের ক্ষেত্রেও জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্র দেওয়া বাধ্যতা মূলক। তাই এই বিষয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করানোর জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানানো হয়।