বিলাইছড়িতে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

165

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

মঙ্গলবার (২৫ জুলাই) বিলাইছড়িতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দিনের ১ম খেলায় দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে ট্রাইবেকারে ২-১ গোলে পরাজিত করে জয়লাভ করে। অন্যদিকে ২য় খেলায় ওড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল দীঘলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে।

উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা উপলক্ষে উপজেলা স্টেডিয়ােেম এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, সদর ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শেখ শাহীদুল ইসলাম, ইউআরসি’র ইনস্ট্রাক্টর বখতেয়ার আহমেদ, এটিও নিরালা কান্তি চাকমা, হেডম্যান শান্তি বিজয় চাকমা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিভূতিভূষণ চাকমা প্রমূখ।

বক্তব্যে বক্তারা বলেন, পড়ালেখার পাশাাপাশি শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত খেলাধুলা করতে হবে। এতে করে দেহ ও মন ভালো থাকে। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্লাটফর্মের মাধ্যমে প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এবং বালক ও বালিকা বিজয়ী ও বিজেতা উভয় দলের খেলোয়ারদের ভবিষ্যত সফলতা কামনা করা হয়।