বিলাইছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন

206

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

বুধবার (৩১ মে) “তামাক নয় খাদ্য ফলান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা মেডিকেল অফিসার ডা. শার্দূল দাশ এবং শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা( কমান্ড্যান) মোঃ মিজানুর রহমান ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বরুন কান্তি চাকমা প্রমূখ। সঞ্চালনায় ছিলেন রুবেল বড়ুয়া।

বক্তারা বলেন, দীর্ঘমেয়াদী তামাক সেবন করলে হৃদ রোগ, ফুসফুস ও শ্বাসনালীর বিভিন্ন ধরনের ক্যান্সার হয়। এটা এমন একটা জিনিস যেটার কোন সুফল নাই তাছাড়া অনেক অর্থও ব্যয় হয়। তামাক গ্রহণে যে ক্ষতি তা জেনেও অনেকে সেবন করে বা পান করে থাকে নেশা হিসেবে। তামাক ও তামাক জাতীয় নেশা সেবনে বছরে হাজার হাজার মানুষ মারা যায়। তাই আমারদের সকলকে তামাক সেবন ও চাষ থেকে বিরত থেকে কৃষির দিকে এগিয়ে এসে খাদ্য ফলাতে হবে।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ ভবন থেকে শুরু করে বাজার হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার পর যথাস্থানে এসে শেষ করা হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা – কর্মচারী, পুলিশ, এনজিও প্রতিনিধি, সিভিল সোসাইটি, রেডক্রিসেন্ট সোসাইটি ও বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র- ছাত্রীরা অংশগ্র্রহণ করে।