বিলাইছড়িতে হিল ফ্লাওয়ারের প্রজেক্ট শেয়ারিং সভা অনুষ্ঠিত

110

॥ বিলাইছড়ি প্রতিনিধি ॥

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) হিল ফ্লাওয়ার এর আয়োজনে বিলাইছড়িতে প্রজেক্ট শেয়ারিং এন্ড স্টেকহোল্ডারস মোবিলাইজেশন বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্থিতিস্থাপক জীবিকার জন্য অংশীদারিত্ব বা পার্টনারশীপ ফর রেজিলেন্ট লাইলহুড ই সিএইচটি প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বিলাইছড়িতে ৩টি ইউনিয়ন নিয়ে কাজ করছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডাঃ শারদূল দাশ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নুরনবী, হেডম্যান শান্তি বিজয় চাকমা, বিলাইছড়ি, কেংড়াছড়ি ও ফারুয়া ইউনিয়নের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রামচরণ মারমা (রাসেল) ও বিদ্যালাল তঞ্চঙ্গ্যা প্রমূখ।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ঐতিহ্যবাহী নেতৃব্দৃ ও গনমাধ্যমকর্মীগণ। প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য এবং কায্যক্রম সম্পর্কে তুলে ধরেন হিল ফ্লাওয়ার সংস্থার প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা। বক্তারা প্রকল্পের সফলতা কামনা করে বলেন, প্রকল্পটি যেভাবে সাজানো হয়েছে সেভাবে কাজ করতে পারলে এখানকার সাধারণ জনগণ উপকৃত হবে। তবে এর জন্য সকলের অংশগ্রহণ ও সহযোগীতা নিশ্চিত করতে হবে।